দ্বিতীয় দিন শেষে ২২২ রানে এগিয়ে বাংলাদেশ
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার সিরিজে দ্বিতীয় টেস্টে টাইগারদের প্রথম ইনিংসের ৩৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা এখনও ২২২ রান পিছিয়ে আছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা ভালো মনে হলেও দিনের শুরুতেই সাজঘরে ফিরলেন সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। লিটনের বিদায়ে ভাঙে রেকর্ড ২৭২ রানের জুটি। টেস্টে ষষ্ঠ উইকেটে সেরা জুটি এটি বাংলাদেশের। এরপর মাঠে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু পারেননি টিকতে। তৃতীয় বলের মাথায় রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মোসাদ্দেক। ফেরেন শূন্য রানে।
এ সময় কিছুটা চাপেই পড়ে বাংলাদেশ দল। তবে অষ্ঠম উইকেট জুটিতে তাইজুল ইসলামকে আবারও দলীয় স্কোরটা বাড়িয়ে নিতে থাকে মুশফিক। সেই সঙ্গে ব্যক্তিগত ইনিংসটাও দেড়শ ছাড়িয়েছেন তিনি। এই জুটিতে আসে ৪৯ রান। তাইজুল আউট হন ব্যক্তিগত ১৫ রানে।
তাইজুলের বিদায়ের বেশিক্ষণ টিকতে পারেননি পেসার খালেদ আহমেদও। দুই বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। বিদায় নেন ফার্নান্দোর বলেই ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে। এরপর নতুন ব্যাটার ইবাদত রানের জন্য বেশ লড়াই করলেও। ২০ বলে খেললেও রানের খাতা খুলতে পারেননি ইবাদত। রান আউট হয়ে ০ রানে সাজ ঘরে ফিরলে টাইগারদের ইনিংস থামে ৩৬৫ রানে। শেষপর্যন্ত একপ্রান্ত আগলে রাখা মুশফিকের অপরাজিত ১৭৫ রানে। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে একাই ৫ উইকেট শিকার করেন কাসুন রাজিথা। ৪ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো।
এরপর বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৬৫ রানের জবাবে দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কা। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৭৪ বলে ৭ চার ১ ছক্কায় ফিফটি তুলে নেন ওশাদা ফার্নান্দো। শেষ পর্যন্ত তাকে ৫৭ রানে শান্তর তালুবন্দি করেন এবাদত। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান। অধিনায়ক করুনারত্নে ৭০ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা এখনও বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২২২ রান পিছিয়ে।