মুশফিকের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ
দিনটা যেন মুশফিকুর রহিমেরই। প্রথমে স্পর্শ করলেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক। এবার করলেন দুর্দান্ত সেঞ্চুরি। ২৭০ বলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করলেন মি.ডিপেন্ডেবল।
আসিথা ফার্নান্ডোর বল আলতো টুকে দিয়ে ফাইন লেগ অঞ্চলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন মুশফিক। তার সেঞ্চুরিতে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
৬ উইকেট হারিয়ে ৪১৬ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিক অপরাজিত আছে ১০৪ রানে এবং নাঈম হাসান ৪ রানে। টাইগারদের লিড ৩৯ রান।
৩১৮ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। লিটন ও মুশফিকের শতরানের জুটিতে দিনের প্রথম সেশনেই সেই রান সাড়ে তিনশ ছাড়ায়। লাঞ্চ বিরতির পর প্রথম বলেই বিদায় নেন লিটন দাস এবং দ্বিতীয় বলে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া তামিম ইকবাল। এরপর সাকিব।
চা বিরতির পর নাঈকে নিয়ে একটি বড় লিড এনে দিতে লড়ছেন মুশফিকুর রহিম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩৯৭ রান তুলেছে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ রান করা ম্যাথুউজ খেলেছেন ১৯৯ রানের ইনিংস।