ম্যাথুজের সেঞ্চুরিতে প্রথম দিনটা শ্রীলঙ্কার
অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে প্রথম দিন নিজেদের করে নিল শ্রীলঙ্কা। প্রথম দিনের নির্ধারিত ৯০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৫৮ রান। লঙ্কানদের হয়ে দিন শেষে উইকেটে ১১৪ রানে আছেন সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁর সঙ্গে ৩৪ রানে অপরাজিত দিনেশ চান্দিমাল।
সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে বল করতে নেমে শুরুটা ভালোই করে টাইগার বোলাররা। দলীয় ২৩ রানেই সফরকারীদের উদ্বোধনী জুটি ভাঙে তরুণ স্পিনার নাঈম হাসান। লেগ বিফোরের ফাঁদে পড়ে মাত্র ৯ রানেই সাজ ঘরে ফিরেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে।
আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোও ব্যক্তিগত ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি। নাঈম হাসানের বলে কটবিহাইন্ড হওয়ার আগে ৭৬ বলে তিন চার এবং এক ছয়ে ৩৬ রান করেন ওশাদা।
এরপর দিনের দ্বিতীয় সেশনেটা খুব হতাশায় কাটে মুমিনুলদের। এই সেশনে লঙ্কানদের একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশ। দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে লাঞ্চের পর জমে ওঠে লঙ্কানদের তৃতীয় জুটি। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিসের শক্ত জুটিতে প্রতিরোধ গড়ে তোলে লঙ্কানরা। কোনো উইকেট না হারিয়ে এই সেশনে স্কোরবোর্ডে আরো ৮৫ রান যোগ করে শ্রীলঙ্কা।
তবে শেষ সেশনের শুরুর পর প্রথম বলেই কুশলের উইকেট পেয়ে যান তাইজুল। তার খাটো লেন্থের বল টেনে অনসাইডে খেলতে গিয়ে নাইমের হাতে ক্যাচ দিয়ে বসেন ৫৪ রান করা কুশল। এরপর বেশিক্ষণ থাকতে পারেননি ধনঞ্জয় ডি সিলভা (৬) । সাকিবের বলে ব্যাট-প্যাড হয়ে ক্যাচ আউট হন তিনি। রিভিউ নিয়ে উইকেটটি আদায় করে বাংলাদেশ।
এরপর দিনের শেষ বল পর্যন্ত আর উইকেট হারাতে হয়নি লঙ্কানদের। দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে দিনশেষ করেন ম্যাথুজ। আর এর আগেই ব্যক্তিগত শতরানের ইনিংস পূর্ণ করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে এটাই তার প্রথম টেস্ট সেঞ্চুরি। এছাড়া টাইগারদের হয়ে বল হাতে ৭১ রানের খরচায় সর্বোচ্চ দুটি উইকেট নেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। আর দুই বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।