ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে দ্রুততম হাজার রানের মালিক কিংবদন্তি শচীন টেন্ডুলকার রেকর্ডে এবার ভাগ বসালেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়।
শচীন এবং রুতুরাজ দুইজনেই ৩১ তম ইনিংসে এক হাজার রানের ক্লাবে নাম লিখান। আইপিএলের চলমান আসরে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ মধ্যকার ম্যাচে রুতুরাজ চেন্নাইয়ের ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে মার্কো জানসেনকে ছক্কা হাঁকিয়ে ১০০০ রান করে ফেলেন।
চলমান আইপিএলে ব্যাট হাতে ঠিক তেমনটা ছন্দে না থাকলেও গেল মৌসুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করানোর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন রুতুরাজ। ১৬ ম্যাচে ৬৩৫ রান করে জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। গড় ৪৫.৩৫। স্ট্রাইকরেট ১৩৬.২৬। সেই সঙ্গে ছিল ৪টি অর্ধ শতরান ও ১টি শতরান।
আইপিএলে সব মিলিয়ে দ্রুততম হাজার রানের রেকর্ড অস্ট্রেলিয়ার শন মার্শের। হাজার করতে লেগেছিল মাত্র ২১ ইনিংস। এছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে লেন্ডল সিমন্সের ২৩ ইনিংস, ম্যাথু হেডেনের ২৫, জনি বেয়ারস্টোর ২৬ , ক্রিস গেইলের ২৭, কেন উইলিয়ামসনের লেগেছিল ২৮ ইনিংস।