ইদের ছুটিতে পরিবারের সঙ্গে টাইগাররা
ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে প্রায়ই দেশের বাইরে ঈদ কাটাতে হয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। যেমন গত ঈদুল আজহায় টাইগাররা ছিলেন জিম্বাবুয়ে সফরে। তবে এবারের ঈদ আর তেমন মন খারাপের হচ্ছে না, মুঠোফোনের পর্দায় মেটাতে হচ্ছে না দূর আলিঙ্গনের স্বাদ।
রাত পেরোলে ঈদুল ফিতর। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো ব্যস্ততা না থাকায় নিজ নিজ গ্রামের বাড়িতেই ঈদ করবেন জাতীয় ক্রিকেটাররা। যার ফলে ইতিমধ্যেই গ্রামের বাড়ি চলে গিয়েছেন সাকিব, রিয়াদ, মুশফিক, মোসাদ্দেকেরা।
বাবা-মার সঙ্গে ঈদ করতে গেছেন নিজ জেলা বগুড়ায় গেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আর অলরাউন্ডার সাকিব আল হাসান নিজ জেলা মাগুরায় ঈদ করতে পারেন। তবে এবার ঈদেও ক্রিকেটারদের তাড়া আছে, ঈদের পরই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। কয়েকদিনের ছুটি কাটিয়ে তাই ফিরতে হবে ক্যাম্পে।
এদিকে, ঈদের ছুটি কাজে লাগাচ্ছেন লিটন দাস ও সৌম্য সরকারও। এ ছুটিতে সস্ত্রীক দেশের বাইরে ঘুরতে গেছেন তাঁরা। স্ত্রী সঞ্চিতাকে নিয়ে মালদ্বীপে ঘুরতে গেছেন লিটন দাস। সৌম্য সরকারও উড়াল দিয়েছেন স্ত্রী পূজা দেবনাথকে নিয়ে।
ঈদ কাটিয়ে ৮ মে শ্রীলংকা সিরিজের জন্য রিপোর্টিং করতে হবে ঢাকায়। তার পর রাজধানীর পাট চুকিয়ে সোজা প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা। সেখানে ৯ মে থেকে অনুশীলন শুরু হবে। সিরিজের প্রথম টেস্ট ১৫ মে চট্টগ্রামে শুরু হবে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায়।