ঢাকা প্রিমিয়ার লিগের এক মৌসুমে ১০০০ রানের ক্লাবে উইকেট রক্ষক ব্যাটর এনামুল হক বিজয়। যা ডিপিএলের ইতিহাসে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম এবং একমাত্র। চলতি আসরের শুরু থেকেই উড়ন্ত ফর্মে রয়েছেন এই ব্যাটার। প্রায় প্রতি ম্যাচেই হাসছে তার ব্যাট। দিন কয়েক আগে প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ তারকা।
মঙ্গলবার বিকেএসপির চার নম্বরে মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বিজয়। চলতি আসরে নিজের নবম ফিফটি হাঁকিয়ে ৭০ রান করার সময় পূরণ হয়েছে বিজয়ের ১ হাজার রান।
Anamul Haque becomes the first ever batter to score 1,000 runs in an edition of DPL since it got List A status.#DPL #CricketTwitter
— Imran Hasan (@Imranhasan02) April 26, 2022
লিগ পর্ব এবং সুপার লিগ পর্ব মিলিয়ে ১৪ ম্যাচ খেলেছেন এনামুল হক বিজয়। দুই সেঞ্চুরি ও নয় ফিফটিতে ১০০০ রান পূর্ণ করেছেন বিজয়।