আইপিএলের পরই টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসবে দ.আফ্রিকা
আইপিএল শেষ হওয়ার পর পরই আগামী জুন মাসে পাঁচটি টি-২০ ম্যাচ খেলতে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। ৯ জুন থেকে শুরু হয়ে ভারত বনাম দ.আফ্রিকা টি টোয়েন্টি সিরিজটি চলবে ১৯ জুন পর্যন্ত।
NEWS 🚨 – BCCI announces venues for home series against South Africa.
More details 👇 #INDvSA #TeamIndia https://t.co/suonaC39wR
— BCCI (@BCCI) April 23, 2022
শনিবার বিসিসিআই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচের ভেন্যু ঘোষণা করেছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচটি ৯ জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এর পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে কটকে। পরের দুটি ম্যাচ বিশাখাপত্তনম ও রাজকোটে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি ১৯ জুন বেঙ্গালুরুতে আয়োজন করা হবে।
দক্ষিণ আফ্রিকা সবশেষ ভারত সফরে এসেছিল ২০২০ সালের মার্চে, ওয়ানডে সিরিজ খেলতে। সেবার ধর্মশালায় প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। কোভিডের প্রাদুর্ভাবে পরে বাতিল হয়ে যায় সিরিজের বাকি অংশ।