খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

ভিয়ারিয়ালের কাছে হেরে সাড়ে চারশ হত্যার হুমকি পেয়েছেন বায়ার্ন কোচ

0

চ্যাম্পিয়ন্স লীগে ভিয়ারিয়ালের কাছে হেরে বিদায় নিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আর এতেই কপাল পুড়েছে বায়ার্ন কোচ জুলিয়ান নাগালসম্যানের। কোয়ার্টার ফাইনালে হারের পর প্রায় সাড়ে চারশ হত্যার হুমকি পেয়েছেন নাগালসম্যান।

ক্ষুব্ধ সমর্থকদের দেওয়া হত্যার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন বাভারিয়ানদের কোচ জুলিয়ান নাগেলসম্যান নিজেই। নাগালসম্যান জানায়, ‘আমি সমালোচনা ভালোভাবে সামলাতে পারি। পরিস্থিতি এখন আলাদা, ইনস্টাগ্রামে ৪৫০টি হত্যার হুমকি পেয়েছি।’

‘আসলে আমি এটা প্রতি ম্যাচের পরই পাই, জিতি অথবা হেরে যাই। আমি ওগুলো পড়ে দেখি না, সবসময়ই অনেকগুলো ডিলিট করে দেই। সাধারণত: আমি শুধু প্রথম লাইনটা দেখি।

তিনি আরও বলেন, ‘এটা পরিষ্কার যে, অনেক মানুষ আমাকে মারতে চায়। কিন্তু এখন তারা আমার মাকে টার্গেট করছে যার ফুটবলের বা বায়ার্নের বাদ পড়ার সঙ্গে কোনও সম্পর্কই নেই। এটা কিছুটা বন্য হয়ে যাচ্ছে কিন্তু যদি সবকিছুর দিকে তাকাই, আমি শেষ করতে পারবো না। লোকজন যা চায়, তাই লিখতে পারে। ফিরেও তাকাই না। আমি এসব নিয়ে খুব একটা ভাবি না।’

ভিয়ারিয়ালের সাথে এমণ হারের পর ক্ষোভে ফুঁসছে জার্মান চ্যাম্পিয়নদের সমর্থকরা। সমর্থকদের এমন কাণ্ডে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নাগালসম্যান। তাই ইতিমধ্যেই নাগালসম্যানের নিরাপত্তা বাড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বুন্দেসলিগায় রোববার (১৭ এপ্রিল) আর্মিনিয়ার বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। ২৯ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাগালসম্যানের দল। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy