ম্যানসিটিকে হারিয়ে এফ এ কাপের ফাইনালে লিভারপুল
এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিতে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করলো লিভারপুল। দুর্দান্ত লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এরপর দ্বিতীয়ার্ধে দুই গোল পরিশোধেও হারের ব্যবধান কমিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানসিটিকে।
ওয়েম্বলিতে ইংলিশ ক্লাসিকো খ্যাতি পাওয়া দু’দলের লড়াইয়ে ম্যাচের মাত্র ৯ মিনিটের মাথায়ই প্রথমবারের মতো এগিয়ে যায় লিভারপুল। কর্নার থেকে বল পেয়ে বক্সে বাড়ান রবার্টসন। দারুণ হেডে গোল করেন ইব্রাহিম কোনেতা। এরপর ম্যানচেস্টার সিটি নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই গোলরক্ষকের ভুলে আবারও পিছিয়ে পড়ে।
এদেরসনের জায়গায় সিটির গোলপোস্টের নিচে দাঁড়ানো জ্যাক স্টেফেনের মারাত্মক ভুলে সপ্তদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। জোন স্টোনসের ব্যাকপাস পেয়ে অনেকটা সময় পেয়েও ক্লিয়ার করেননি যুক্তরাষ্ট্রের গোলরক্ষক। বরং তার আলগা স্পর্শে বল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছুটে গিয়ে স্লাইডে জালে পাঠান মানে।
এরপর প্রথমার্ধের শেষ সময়ে আরও এক গোল করেন সাদিও মানে। দলকে এগিয়ে নেন ৩-০ গোলে। তিন শূন্য গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানসিটি। যার ফলস্বরূপ ৪৭তম মিনিটে পেয়ে যায় গোলের দেখাও। গ্যাব্রিয়েল জেসুসের কাছ থেকে পাওয়া বলে বাঁ কর্নার দিয়ে বল জালে জড়ান জ্যাক গ্রিলিশ।
এরপর ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ-সুযোগ পেয়েও কাজে লাগাতে ম্যানসিটি। লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনের দেয়াল ভাঙতে পারেননি জেসাস। অতিরিক্ত সময়ে বোর্নার্ডো সিলভার গোলে ব্যবধান কমায় সিটি। এরপর দুটি সুযোগ পেলেও জালে বল জড়াতে পারেননি সিটিজেনরা। ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।