এক বছরে চার দফায় ২৫টি ম্যাচ খেলতে পাকিস্তান যাবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড
গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ শুরুর ঘন্টাখানেক আগে নিরাপত্তা শঙ্কায় দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাদের দেখাদেখি সপ্তাহখানেক পর ইংল্যান্ডও তাদের আসন্ন পাকিস্তান সফর বাতিল করে দেয়।
স্থগিত হওয়া ওই সিরিজ খেলতে এবার চলতি বছরের শেষ দিকে এ দুই দলই যাচ্ছে পাকিস্তান সফরে। আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল। নভেম্বরে বিশ্বকাপের পরে আবার পাকিস্তানে যাবে ইংশিলরা। এছাড়া ডিসেম্বরে পাকিস্তান সফরে যাবে কিইউরা। পরে আরও একবার পাকিস্তানে যাবে দলটি।
শুক্রবার সারা বছরের ব্যস্ত ক্রিকেট সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ২০২২-২৩ মৌসুমে নিজেদের ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ খেলবে পাকিস্তান। শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি করে এবং ইংল্যান্ডের সঙ্গে তিনটি।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি করে মোট ১২টি বিশ্বকাপ সুপার লিগ ম্যাচে খেলবে পাকিস্তান।