অস্ট্রেলিয়ার স্থায়ী কোচ হচ্ছেন ম্যাকডোনাল্ড!
সদ্য শেষ হওয়া পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করা অ্যান্ডু ম্যাকডোনাল্ডই হচ্ছে অজিদের স্থায়ী কোচ। কেননা পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজে হারলেও ম্যাকডোনাল্ডের অধীনে টেস্ট ও টি-২০ ফরম্যাটে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
এর আগে অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বকাপ জেতানো কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করলে ৪১ বছর বয়সী ম্যাকডোনাল্ডে পাকিস্তান সফরে অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
আগামী বুধবার ম্যাকডোনাল্ডের হাতে অস্ট্রেলিয়া প্রধান কোচের স্থায়ী বুঝে দেওয়া হবে এমণটাই জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে ম্যাকডোনাল্ডকে সমর্থন দিচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স এবং ওয়ানডে ও টি-২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কামিন্স বলেন, তিনি আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার দায়িত্ব তো আমার নয়। তবে উনি কোচ হিসেবে অসাধারণ।’