প্রথম দিনেই সুপারহিট চট্টগ্রাম রয়্যালসের সিনেমা!
বিপিএল শুরুর আগের দিন সকালে মালিকানা ছেড়ে দেওয়ার পর চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বিসিবি। কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে যায় ম্যানেজমেন্টও। তাদের স্কোয়াডে মাত্র দুজন বিদেশি।
টুর্নামেন্ট শুরুর আগের দিনের এত ধাক্কা সামলেও চট্টগ্রাম বিপিএলটা শুরু করেছে সুপারহিট জয় দিয়ে। সিলেটে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে চট্টগ্রাম।
কুয়াশা আর শৈত্য প্রবাহের রাতে টস জিতে আগে ব্যাট করা উত্তম, চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদীর এই সিদ্ধান্তটা ছিল যথার্থ।
জয়ের ভিতটা আগে ব্যাট করে ব্যাটসম্যানরাই গড়ে দিয়েছেন।
৫ নো, ৪ ওয়াইডে পাওয়া বোনাস ৯টি বলের সুবাদে ইনিংসটা ১৭৪/৬ পর্যন্ত টেনে নেয়ায় পরবর্তীতে স্বস্তিতে ফিল্ডিংয়ে নামতে পেরেছে চট্টগ্রাম।
একাদশে থাকা দুই বিদেশির একজনই দলের রানকে এত দূর নিয়ে যেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বলে আউট হওয়া মির্জা তাহির বেগ ৬৯ বল খেলে ৭ চার ও ২ ছক্কায় ৮০ রান করেন। ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক মেহেদী হাসানও।

