নারী বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য ১৭০ রান হিলির
ক্রাইস্টচার্চে নারী বিশ্বকাপের ফাইনালে এক অনন্য রেকর্ড গড়লেন অজি ব্যাটার অ্যালিসা হিলি। স্যার ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের মতো কিংবদন্তিদের পিছনে ফেলে বিশ্বকাপ ফাইনালে একাই খেলেন ১৭০ রানের অনবদ্য ইনিংস।
অ্যালিসার ১৭০ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ৩৫৭ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। তবে নারী বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো ২৭৮ রানের বেশি চেজ করতে পারেনি কোনো দল।
এর আগে ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে ভিভ রিচার্ডস অপরাজিত ১৩৮ রান করেছিলেন। সেটাকে পেছনে ফেলে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে রিকি পন্টিং করেছিলেন অপরাজিত ১৪০। ২০০৭ বিশ্বকাপের ফাইনালে পন্টিংয়ের রেকর্ড ভেঙে গিলক্রিস্ট করেছিলেন ১৪৯ রান। আর আজ রোববার ১৩৮ বলে সর্বমোট ২৬টি চার হাঁকিয়ে অ্যালিসা হিলি করলেন ১৭০ রান।
World Cup semi: hundred.
World Cup final: hundred.
Not bad, Healy. Not bad. pic.twitter.com/RGrdVtaMYL
— Australian Women’s Cricket Team 🏏 (@AusWomenCricket) April 3, 2022
নারী বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রানের পাশাপাশি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডের মালিক অ্যালিসা। ৯ ম্যাচে ৫৬.৫৫ গড়ে করেন ৫০৯ রান।