খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১২ই অক্টোবর ২০২৪

জয়ের সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার লিড

0

ডারবান টেস্টের তৃতীয় দিনে মাহমুদুল হাসান জয়ের অসাধারণ সেঞ্চুরিতে ভর করে ২৯৮ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। আলোক স্বল্পতা এবং বৃষ্টি বাগড়ায় ১৭ ওভারের খেলা বাকি থাকতেই খেলা বন্ধ করে দেন আম্পায়ার। সরেল এরউই ও ডিন এলগার ৩ রান করে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন। ফলে তৃতীয় দিন শেষে স্বাগতিক সাউথ আফ্রিকার চেয়ে ৭৫ রানে পিছিয়ে আছে টাইগাররা।

এর আগে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে ২৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে রেকর্ডগড়া মাহমুদুল হাসান জয় একাই করেন ১৩৭ রান। খেলেন ৩২৬ বল।

গত বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিলো জয়ের। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। সেই ধারাবাহিকতায় আজ টানা দ্বিতীয় ম্যাচে পেলেন কাঙ্ক্ষিত শতকের দেখা।

বাংলাদেশের ইনিংসে শেষ ব্যাটার হিসেবে আউট হন জয়। ৪৪২ মিনিট ছিলেন ক্রিজে। ৩২৬ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১৩৭ রান করেন জয়। যেটি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৮ ও মেহেদী হাসান মিরাজ ২৯ রান করেন। ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে এসেছে ২২ রান। প্রোটিয়াদের পক্ষে সিমন হারমার ১০৩ রানে ৪টি উইকেট নিয়েছেন। লিজাড উইলিয়ামের শিকার ৩ উইকেট।

স্কোরবোর্ড :
ডারবান টেস্ট: (তৃতীয় দিন)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৬৭/১০ (১২১ ওভার)
বাভুমা ৯৩, এলগার ৬৭, আরউই ৪১
খালেদ ৯২/৪, মিরাজ ৯৪/৩, এবাদত ৮৬/২

বাংলাদেশ ১ম ইনিংস : ২৯৮/১০ (১১৫.৫ ওভার)
জয় ১৩৭, লিটন ৪১, শান্ত ৩৮, মিরাজ ২৯, ইয়াসির ২২
হার্মার ১০৩/৪, উইলিয়ামস ৫৪/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ৬/০ (৪ ওভার)
আরউই ৩*, এলগার ৩*

দক্ষিণ আফ্রিকার লিড ৭৫ রান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy