নিজেদের গ্রুপকে সহজ মনে হচ্ছে না আর্জেন্টিনা কোচ স্কালোনির
শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো কাতার ফুটবল বিশ্বকাপের বহুল প্রতিক্ষিত ড্র। দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ড্রয়ে চূড়ান্ত আটটি গ্রুপের মধ্যে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। তবে সহজ মানতে রাজি নন মেসিদের কোচ লিওনেল স্কালোনি। নিজেদের গ্রুপে দেখছেন কঠিন সব প্রতিপক্ষ। আলবিসেলেস্তেদের কোচ ড্র পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার এক গণমাধ্যমে।
আর্জেন্টিনা কেবল বিশ্বকাপ বাছাইয়ে নয়, স্কালোনির কোচিংয়েও দারুণ ছন্দে মেসি-ডি মারিয়ারা। যার ফলাফল টানা ৩১ ম্যাচ অপরাজিত এবং গত বছর কোপা আমেরিকা শিরোপা। অন্যদিকে,শক্তি সামর্থ্যের দিকে দিয়ে বাকি তিন দলই পিছিয়ে।
গতরাতে কাতারে ড্র অনুষ্ঠান শেষে টিওয়াইসি স্পোর্টসকে নিজেদের গ্রুপ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ৪৩ বছর বয়সী স্কালোনি বলেন, কোনো সহজ ম্যাচ আশা করছেন না তিনি। লিওনেল স্কলানি বলেন, ‘আমাদের গ্রুপ নিয়ে সন্তুষ্ট নই। আমরা বরং কঠিন প্রতিপক্ষ গ্রুপেই পড়েছি। তবে গ্রুপের অন্য দেশগুলোর প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ এবং সম্মান রয়েছে’।
আলবিসেলেস্তেদের কোচ বলেন, ‘২০০৬ বিশ্বকাপে মেক্সিকো আমাদের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলেছে তবে অতিরিক্ত সময়ে আমরা জিতেছি। খুবই প্রতিদ্ধন্তিপূর্ন ম্যাচ ছিল।
অন্য দিকে, আর দু’টি দল নিয়ে কোচ বলেন, পোল্যান্ডের রবার্ট লেভান্ডোভস্কি এবং দলের অন্যরা ভালো করছেন। অন্যদিকে সৌদি আরবের দর্শকদের প্রতিপক্ষ ভাবছেন স্কলানি।
২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে আর্জেন্টিনা। ২৬ নভেম্বর মুখোমুখি মেক্সিকোর। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৩০ নভেম্বর লেভান্দোফস্কির পোল্যান্ডের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। মেসিদের প্রতিটি ম্যাচই হবে লুসাইল স্টেডিয়ামে।