ডারবানে ধুঁকছে বাংলাদেশ
ডারবান টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো না হলেও আজ দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে চারশত রানের আগে থামায় টাইগাররা । এরপর ব্যাটিংয়ে নেমে চার উইকেট হারিয়ে আক্ষেপে ভর করে দ্বিতীয় দিন শেষ করল মুমিনুল হকের দল।প্রোটিয়াদের চেয়ে ২৬৯ রানে পিছিয়ে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ।
শুক্রবার দক্ষিণ আফ্রিকায় টেস্টের দ্বিতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৮ রান তুলেছে বাংলাদেশ। ৪৪ রান করে উইকেটে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় ও ০ রানে তাসকিন আহমেদ। শনিবার তৃতীয় দিন শুরু করবে তারা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই তরুণ ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভালো শুরুর পূর্বাভাস দিলেও চা বিরতির আগেই সাদমানকে হারায় বাংলাদেশ। ৩৩ বলে ৯ রানে থামে সাদমানের ইনিংস।
এরপর দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন মাহমুদুল ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু এদিন তুরুপের তাস হয়ে আসেন প্রোটিয়া বোলার হার্মার। জুটি জমিয়েও ৮৭ বলে ৩৮ রান করে ফেরেন শান্ত। এরপর মুমিনুল ও মুশফিক এসে হতাশা আরো বাড়িয়েছে টাইগারদের। আশানুরূপ রান না করেই ফিরে গেছেন ড্রেসিং রুমে।
এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামায় মুমিনুল হকের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেছেন তেম্বা বাভুমা।
স্কোরবোর্ড :
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) : ৩৬৭/১০ (১২১ ওভার)
এলগার ৬৭, এরউইয়া ৪১, তেম্বা ৯৩, ;মিরাজ ৪০-৮-৯৪-৩ , খালেদ ২৫-৩-৯২-৪
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ৯৮/৪ (৪৯ ওভার) সাদমান ৯, মাহমুদুল ৪৪*, নাজমুল ৩৮, মুমিনুল ০, মুশফিক ৭, তাসকিন ০*; হার্মার ২০-৭-৪২-৪