মেসির গ্রুপে লেভানদোফস্কি, ব্রাজিলের গ্রুপে ক্যামেরুন,সার্বিয়া
কাতার ফুটবল বিশ্বকাপের দামামা শুরু হয়েছে অনেক আগে থেকেই । তবে আজ এর দামামা আরো বাড়িয়ে দিলো দলগুলোর ড্র এর মধ্য দিয়ে। চূড়ান্ত হয়ে গেছে কাতার বিশ্বকাপের আট গ্রুপ। কাতারের রাজধানী দোহায় শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র।
টুর্নামেন্টের ফেভারিট টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা পড়েছে গ্রুপ-সি তে। লেভানডফস্কির পোল্যান্ড ছাড়াও এই গ্রুপে আছে শক্তিশালী মেক্সিকো ও সৌদি আরব।
The #FIFAWorldCup groups are set 🤩
We can’t wait! 🏆#FinalDraw pic.twitter.com/uaDfdIvbaZ
— FIFA World Cup (@FIFAWorldCup) April 1, 2022
টুর্নামেন্টের আরেক হট ফেভারিট ব্রাজিল পড়েছে কঠিন প্রতিপক্ষদের সামনে। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে জি-গ্রুপে জায়গা করে নিয়েছে ইউরোপের দুই ধারাবাহিক দল সার্বিয়া ও সুইজারল্যান্ড ও আফ্রিকার পরাশক্তি ক্যামেরুন।
দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন খেলবে একই গ্রুপে। মুখোমুখি হচ্ছে গ্রুপ-ইতে। সেখানে তাদের সঙ্গে আছে জাপান ও কোস্টারিকা বনাম নিউজিল্যান্ড প্লে-অফ ম্যাচের জয়ী দল।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের গ্রুপে আছে ইউরো সেমিফাইনালিস্ট ডেনমার্ক, তিউনিশিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে লুইস সুয়ারেসের উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানার সঙ্গে গ্রুপ-এইচে।
স্বাগতিক কাতার খেলবে গ্রুপ-এতে। সেখানে তাদের সঙ্গী নেদারল্যান্ডস, আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল ও ইকুয়েডর।
একনজরে কাতার বিশ্বকাপের ৮ গ্রুপ:
গ্রুপ-এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ-বি: ইংল্যান্ড, ইউএসএ,ইরান, ইউক্রেন/ ওয়েলস/স্কটল্যান্ড
গ্রুপ-সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
গ্রুপ-ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, অস্ট্রেলিয়া/পেরু বনাম আরব আমিরাত
গ্রুপ-ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড
গ্রুপ-এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো
গ্রুপ-জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ-এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা