পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ে আইসিসির র্যাংকিংয়ে পাকিস্তানের সমান ৯৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ছিলো বাংলাদেশ দল। তবে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় হারে রেটিং পয়েন্টে ৯৩ থেকে ৯২.৫০-এ নেমে যায় পাকিস্তানের। ফলে ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে নিউজিল্যান্ড। র্যাংকিংয়ে দুই নম্বরে থাকা ইংল্যান্ড দুই পয়েন্ট পিছিয়ে ১১৯। এছাড়া ১১৭ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া ও ১১০ পয়েন্টে চার নম্বরে ভারত। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা দক্ষিণ আফ্রিকা।
তারপরই এখন অবস্থান বাংলাদেশের। বাংলাদেশের পরে যথাক্রমে পাকিস্তান ৯২.৫০, শ্রীলঙ্কা ৮১, ওয়েস্ট ইন্ডিজ ৭৭ আর আফগানিস্তান ৬৮।