অসুস্থ রুবেলের পাশে সাকিবের মোনার্ক মার্ট
অনেকদিন ধরে অসুস্থ ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। ব্রেন টিউমারে শয্যাশায়ী তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনিত হলে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ রুবেলের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
রুবেলের চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। আজ রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে রুবেলের স্ত্রী ফারহানা রূপা চৈতির হাতে চেক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন রুবেল। ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সফল একজন ক্রিকেটার তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে তার ঝুলিতে আছে ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান তাঁর সংগ্রহে।