দ.আফ্রিকায় জাতীয় সংগীত গেয়ে স্বাধীনতা দিবস উদযাপন টাইগারদের
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল সবুজের পতাকা উড়ানোর দিন আজ। সারা দেশে চলছে উদযাপন। শত মাইল দূরেও কেন এই উদযাপন থেমে থাকবে! ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল আছে এখন দ.আফ্রিকায়। সেখানেই ৫২ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ দল।
তিন ম্যাচের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতে টাইগাররা এখন আছেন দ.আফ্রিকার ডার্বানে। চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাবে আজ তারা অনুশীলন করে। অনুশীলন শুরুর আগে গৌরব-গাথাঁ এই দিনে জাতীয় সংঙ্গীত গেয়ে দেশকে স্মরণ করে তামিম-মুমিনুলরা। কোচিং স্টাফসহ দলের প্রত্যেক সদস্য সেসময় জাতীয় সংঙ্গীতে গলা মিলিয়ে সাথে বড় করে ধরে রেখেছিলেন লাল-সবুজের পতাকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি গেয়ে পালন করেন ৫২ তম মহান স্বাধীনতা দিবস।
আগামী শুক্রবার ডারবানের কিংসমিডে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৭ এপ্রিল।