টানা দ্বিতীয়বার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমবারের মতো খেলতে আসা ইরাককে সেমিফাইনালে হারিয়েছে লাল-সবুজের দল। আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া।
আজ (২৩ মার্চ) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে সেমিফাইনালে ইরাককে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। ইরাকের বিপক্ষে বাংলাদেশ ৩টি লোনাসহ ৫৫-৩৬ পয়েন্টে জয় পেয়েছে। বাংলাদেশ প্রথমার্ধে ২ লোনাসহ ৩০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলেছে।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে। শ্রীলঙ্কার বিপক্ষে কেনিয়া ৩ লোনাসহ ৪৯-২৯ পয়েন্টে জয় পেয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৫টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কেনিয়া। সর্বশেষ ২০২১ সালের আসরেও এই কেনিয়ার বিপক্ষে ফাইনালে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।