টেস্ট সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল
প্রথম বারের মতো কাবাডি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ নারী কাবাডি দল। এই ঐতিহাসিক টেস্ট সিরিজটি হবে নেপালের বিপক্ষে। কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটির প্রচেষ্টায় এই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৯ এপ্রিল) নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। সিরিজের বাকি ম্যাচগুলো ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন,
‘বাংলাদেশের মতো নেপাল নারী কাবাডি দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ নিয়ে নেপাল দারুন উচ্ছ্বসিত। প্রচার প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছে।
আমাদের এই কমিটির অধীনে প্রথমবার বাংলাদেশ নারী দল টেস্ট সিরিজ খেলবে যা বাংলাদেশের কাবাডির জন্য বড় এক ব্যাপার। নেপালে আমাদের মেয়েরা ভালো কিছু করবে বলে আমরা আশা করছি।’
আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজ খেলবে বাংলাদেশ দল। চলতি বছর ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের পর পরই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে নারী দলের প্রস্তুতি।
কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে চলছে অনুশীলন।
বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন,
‘যেহেতু জুনে নারী বিশ্বকাপ তাই আমাদের কিছু প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। নেপালের বিপক্ষে আমরা পাঁচটি ম্যাচ খেলব যা আমাদের অনেক কাজে দেবে। বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের অভিজ্ঞতা বাড়বে বলেই বিশ্বাস করি।
এরপর আমরা চেষ্টা করছি বিশ্বকাপ শুরুর ১৫ দিন বা এক মাস আগে ভারত যাওয়ার জন্য। সেখানে রাজ্য দলের বিপক্ষে আমরা কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাই।
এছাড়া থাইল্যান্ডের বিপক্ষেও ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। আমরা থাইল্যান্ড যাব অথবা থাইল্যান্ড আমাদের এখানে আসবে।’
নারী কাবাডিতে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী নেপালের নারী কাবাডি দল। সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়ের রেকর্ড নেই। এস এ গেমস ও এশিয়ান গেমসে নেপাল নারী দলের কাছে বাংলাদেশ নারী দল পরাজিত হয়।
পাঁচ ম্যাচের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নেপালের বিপক্ষে জয়ে ফিরতে চায় বাংলাদেশ নারী কাবাডি দল।