এল ক্লাসিকোয় রাতে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী
রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। ক্লাব ফুটবলে দুই চির প্রতিদ্বন্দ্বী মাঠের লড়াইয়ে নামছে আজ। দল দু’টির ফর্ম থাকুক না থাকুক এল ক্লাসিকোর এই দ্বৈরথ দেখাতে স্প্যানিশ লিগে রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা হচ্ছে এই দুই জায়ান্টের।
পয়েন্ট টেবিলে বেশ পার্থক্য নিয়ে মাঠে নামছে বার্সা-রিয়াল। ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল। আর ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে কাতালান জায়ান্টরা।সাম্প্রতিক পরিসংখ্যানেও এগিয়ে আনচেলত্তি শিষ্যরা। শেষ ৫ মুখোমুখিতে জয় পেয়েছেন বেনজেমা-মদ্রিচরা। অন্যদিকে, লিগে সবশেষ গত অক্টোবরে ন্যু ক্যাম্পে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গত ২৪ অক্টোবর বার্সেলোনার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। আজ ফিরতি পর্বে ঘরের মাঠে দুরন্ত বার্সাকে ধরাশায়ী করতে পারবে তো আনচেত্তি শিষ্যরা। নাকি শেষ হাসিটা হাসতে যাচ্ছে বার্সা ডাগআউট। উত্তর মিলবে রাত ২ টার পর।