আফগানদের উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১ম ম্যাচে আফগানিস্তানে উড়িয়ে শুভসূচনা করলো বাংলাদেশ দল। টাইগার বোলারদের দাপটে বোলিংয়ে আফগানদের ৬১ রানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আগে ব্যাট করতে নেমে লিটন-আফিফের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। জবাবে নাসুম-সাকিবের বোলিং তোপে ৯৪ রানেই অলআউট হয়ে যায় মোহাম্মদ নবীর দল।
মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১০ রানেই ভাঙে টাইগারদের উদ্বোধনী জুটি। পুরো বিপিএলে বাজে পারফরম্যান্স নাঈম শেখ এদিনে ফিরেন মাত্র ২ রান করে। নাঈমের বিদায়ের অভিষিক্ত মুনিম শাহরিয়ারও যেতে পারেননি বেশি দূর।
রশিদ খানের শিকার হয়ে ১৮ বলে মাত্র ১৭ রান করে সাজ ঘরে ফিরেন অভিষিক্ত এই টাইগার ওপেনার। এরপর ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দুইজনই ব্যর্থ হয়ে সাজ ঘরে ফিরলে দলীয় ৮০ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ দল।
এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা লিটন দাস। পঞ্চম উইকেটে লিটন-আফিফ যোগ করেন ৩৮ বলে ৪৬ রান। নিজের অর্ধশতকের কোটা পূর্ণ্য ৪৪ বলে ৬০ রান করে লিটন ও ২৪ বলে ২৫ রান করে আফিফ সাজ ঘরে ফিরলে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে বাংলাদেশ দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের তোপে পড়ে আফগানিস্তানের টপ অর্ডারের ব্যাটাররা। আফগান টপ অর্ডারের শুরুর ৪ ব্যাটারকে একাই সাজ ঘরে ফিরান স্পিনার নাসুম আহমেদ।
এরপর পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করা আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে ১৬ রানে সাজ ঘরে ফিরিয়ে সাদা বলের ক্রিকেটে নিজের ৪০০তম উইকেট শিকারের মালিক বনে যান সাকিব আল হাসান।
ম্যাচের বাকি সময় আর কোন আফগান ব্যাটার তেমন প্রতিরোধ গড়তে না পারায় ১৭.৪ ওভারেই ৯৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট শিকার করেন নাসুম আহমেদ ও তিনটি উইকেট নেন শরিফুল ইসলাম।