রেফারির সঙ্গে বাজে আচরণে নিষিদ্ধ হলেন মরিনহো
রেফারির সিদ্ধান্তের বাজেভাবে প্রতিবাদ জানিয়ে ও আপত্তিকর অঙ্গভঙ্গি করে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন রোমার কোচ হোসে মরিনহো। নিষেধাজ্ঞার পাশাপাশি মোটা অংকের জরিমানাও করা হয়েছে রোমার হেড কোচকে।
গত শনিবার ইতালিয়ান সেরি আয় হেল্লাস ভেরোনার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে কোভিড ও চোটে বিপর্যস্ত রোমা। আর সেই ম্যাচেই রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েকবার লেগে যায় মরিনহোর।
ম্যাচের শেষ দিকে মেজাজ একদমই হারিয়ে ফেলেন তিনি। শেষ বাঁশি বাজার আগে লাথি মেরে বল পাঠান স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে। রেফারি তখন তাকে বহিষ্কার করেন লাল কার্ড দেখিয়ে।
মাঠে মরিনহো অপেশাদারসুলভ আচরণে ইতালিয়ান ফুটবল ফেডারেশন মরিনহোকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘যেভাবে মরিনহো মাঠে প্রবেশ করেছিলেন, তার মধ্যে হুমকির মনোভাব ছিল।’ শুধু নিষেধাজ্ঞাতেই শেষ নয়; মরিনহোকে ২০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে সেরি আয় আগামী রোববার স্পেৎসিয়ার মাঠে ও ৫ মার্চ আতালান্তার বিপক্ষে হোম ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না মরিনহো।