চট্টগ্রাম লীগে লো-স্কোরিং ম্যাচে মোহামেডানকে ৪ উইকেটে হারাল পাইরেটস অব চিটাগাং
মুজিববর্ষ সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগে প্রথম রাউন্ডে লো স্কোরিং ম্যাচে নাঈম ইসলামের ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিলো পাইরেটস অব চিটাগাং।
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ৪৭.১ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম মোহামেডান। জবাবে নাঈম ইসলামের ৮১ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংসে ৬৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাইরেটস অব চিটাগাং।
সকালে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম মোহামেডান। পাইরেটসদের বোলিং তোপে মাত্র ৫৫ রানেই ৭ উইকেটে হারিয়ে পেলে মোহামেডান। এরপর শুরুর ধাক্কা সামলে অষ্টম উইকেটে মোঃ রবিনের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন সিরাজুল মোস্তাফা।
২১ রান করে রবিন ও দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করে সিরাজুল সাজ ঘরে ফিরলে মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। অন্যদিকে পাইরেটসদের হয়ে ৩টি উইকেট শিকার করেন ইরফান ও ২টি করে উইকেট নেন রুবেল ও কামরুল।
জবাবে ব্যাট করতে নেমে মোহামেডানের মত শুরুতেই চাপে পড়ে পাইরেটস অব চিটাগাং। মাত্র ১৯ রানেই সাজ ঘরে ফিরে তাদের তিন টপ অর্ডার ব্যাটার। এমণ অবস্থায় ছয় নম্বরের ব্যাট করতে নেমে দলের হাল ধরেন নাঈম ইসলাম। রেজাউল ও আসিফের সঙ্গে ছোট ছোট জুটি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।
শেষপর্যন্ত নাঈমের অপরাজিত ৮১ বলে ৭০ রানের ইনিংসের উপর ভর করে ৩৮.৪ ওভারে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাইরেটস অব চিটাগাং।
স্কোর:
চট্টগ্রাম মোহামেডাম স্পোর্টিং ক্লাব: ৪৭.১ ওভারে (১৪৮/১০) সিরাজুল ৪১, রবিন ২১; ইফরান ৩/৩১, রুবেল ২/২৭, কামরুল ২/৩২।
পাইরেটস অব চিটাগাং: ৩৮.৪ ওভারে (১৫০/৬) নাঈম ৭০*; ইসহাক ২/২৯।
ফলাফল পাইরেটস অব চিটাগাং ৪ উইকেটে জয়ী।