ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের জমজমাট আসর আইপিএলের ১৫ তম আসরের নিলামে দল পাননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ তার দল না পাওয়ার বিষয়টি অবাক করেছে ক্রিকেটভক্তদের।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের আইপিএলে দল না পাওয়ার কারন জানিয়েছেন সাকিবপত্নী উম্মে আহম্মেদ শিশির।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই একাধিক দল তার সাথে যোগাযোগ করেছিল, জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুমে খেলতে পারবে না। এ কারণেই সে দল পায়নি, এখানে আহামরি কোনো বিষয় নেই।’
সাকিবের আইপিএল ক্যারিয়ারের ইতি দেখছেন না শিশির। তবে শিশিরের প্রত্যাশা, আগামী বছরই আবার আইপিএলের মঞ্চে ফিরবেন সাকিব।
এ বিষয়ে শিশির লিখেছেন, ‘এটা কোনো সমাপ্তি নয়। আগামী বছর বলে একটা ব্যাপার আছে! দল পেতে হলে তাকে শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া করতে হত। তাই দল পেলেও কি আপনারা এখনকার মত কথা বলতেন? নাকি এতক্ষণে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের বিচার-বিশ্লেষণে পানি ঢেলে দিলাম বলে দুঃখিত!
আইপিএল চলাকালে বাংলাদেশের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। মার্চে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আইপিএলের শেষাংশে বাংলাদেশের টেস্ট সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে।