বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার ঢাকাকে উড়িয়ে ৮ উইকেটের বড় জয় নিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে তামিমের একার লড়াইয়ে ১২৮ রানে থামে মাহমুদউল্লাহর দল। জবাবে সাকিবের ঝড়ো ইনিংসে ৪.৩ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই সাজ ঘরে ফিরেন পুরো আসর জুড়ে বাজে ফর্মে থাকা মিনিস্টার ঢাকার ওপেনার নাঈম শেখ। তিনে নামা জহুরুল ইসলাম অমিও ফিরেন ৭ বলে মাত্র ২ রান করে।
এরপর তৃতীয় ও চতুর্থ উইকেট ব্যাট করতে নেমে হতাশ করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং শামসুর রহমান শুভ। দুইজনেই ফিরেন সমান ৩ রান করে। অন্য প্রান্তে ব্যাটারদের ব্যর্থতার দিনে স্রোতের বিপরীতে ছিলেন কেবল তামিম। ৩৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত আউট হন ৫০ বলে ৬৬ রান করে।
তামিমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৮ রানে থামে মিনিস্টার ঢাকা। অপরদিকে বরিশালের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান রানা, ডিজে ব্র্যাভো ও শফিকুল ইসলাম।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারালেও আরেক ওপেনার মুনিম শাহরিয়ার ২৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে শুরুটা ভালোই করে ফরচুন বরিশাল। দলীয় ৪৬ রানে মুনিম বিদায় নিলে তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তের সাথে ৮৩ জুটি করে দলকে জয়ে বন্দরে পৌঁছে দেন অধিনায়ক সাকিব আল হাসান।
দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন টাইগার অলরাউন্ডার সাকিব। ফলে ৪.৩ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল। এ জয়ে আবারও পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো সাকিবের বরিশাল।