ইনজুরির কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ছিটকে গেলেন পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে গত কয়েক ম্যাচে মাঠে নামা হয়নি এই টাইগার পেসারের।
পিঠের ব্যাথার কারণে এবার পুরোপুরি ভাবে বিপিএল শেষ তাসকিনের। এদিকে তার বদলি হিসেবে তরুণ পেসার একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট সানরাইজার্স।
এর আগে বিপিএলের চট্টগ্রাম পর্বে ২৮ ও ২৯ জানুয়ারি টানা দুই ম্যাচ খেলেন তাসকিন। চোটের কবলে পড়েন সেখানেই। এরপর গত কয়েকদিন ধরে অনুশীলন করতে পারছিলেন না জাতীয় দলের এই পেসার।
আপাতত কিছু দিন বিশ্রামে থাকবে তাসকিন। সামনে বাংলাদেশের আফগানিস্তান সিরিজ। সীমিত ওভারের এই সিরিজের আগে তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। মূলত বিসিবির ফিজিওয়ের পরামর্শে পূনর্বাসনে যাচ্ছে তাসকিন।
তবে এদিকে তাসকিনকে নিয়ে আশার বাণী শোনালেন সিলেটের ফিজিও। তিনি বলেন, ‘তাঁর ব্যাক পেইনের অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু সামনে যেহেতু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে, তাই দল তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না। ফলে সিলেটের পরবর্তী টানা তিন ম্যাচ খেলতে পারবেন না তাসকিন।’
এবার সিলেটের ‘আইকন’ হিসেবে নাম লেখান তাসকিন। কেবল ৪ ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করে আসরটা খুব বেশি রাঙাতে পারলেন না তিনি।