অবৈধ বোলিং অ্যাকশনের জেরে নিষিদ্ধ পাকিস্তানী পেসার হাসনাইন
গতিতে ঝড় তুলতেন পূর্বসূরি শোয়েব আখতারের মত। বলা হয়েছিল পাকিস্তান ক্রিকেট নতুন শোয়েব আখতার হবেন মোহাম্মদ হাসনাইন। তবে এবার অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন পাকিস্তানের তরুণ এই পেসার।
অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে খেলার সময়ই হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলেন সেখানকার আম্পায়াররা। এরপর লাহোরের ম্যানেজমেন্ট বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে বেশকিছু পরীক্ষার পরে ডানহাতি পেসারের অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে আইসিসি।
এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তো বটেই, চলতি পিএসএলেও আর খেলতে পারবেন না হাসনাইন। তবে অবৈধ বোলিং অ্যাকশনের আইসিসির নিয়ম অনুযায়ী, হাসনাইনকে ঘরোয়া টুর্নামেন্টে খেলার অনুমতি দিতে পারবে বোর্ড। কিন্তু চলমান পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিন ম্যাচ খেলা এই পেসারকে সেই অনুমতি দেয়নি পিসিবি।
হাসনাইনের বিষয়ে পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘নিষেধাজ্ঞা মুক্ত হতে হাসনাইনকে সহায়তা দেবে বোর্ড। পিসিবি এখন একজন বোলিং পরামর্শক নিয়োগ দেবে যিনি হাসনাইনের বোলিং অ্যাকশন শোধরানোর জন্য কাজ করবেন এবং আবার মূল্যায়নের জন্য তৈরি করবেন।’
এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন হাসনাইন। টি-টোয়েন্টি একটি হ্যাটট্রিকসহ এই তরুণ বোলের মোট উইকেট ২৯ টি।