রিয়ালকে বিদায় করে সেমিতে বিলবাও
শেষ ষোলোতে বার্সেলোনাকে স্তব্ধ করার পর এবার কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিতে পা রাখলো অ্যাথলেটিক বিলবাও। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা অ্যাথলেটিক হয়ে একমাত্র গোলটি করেন আলেজান্দ্রো রেমিরো।
চোটের কারণে দলের সেরা তারকা করিম বেনজেমাকে ছাড়া খেলতে নামা রিয়াল, বল দখলের লড়াই ছাড়া ম্যাচের প্রায় পুরোটা সময়ই পিছিয়ে ছিল অ্যাথলেটিক ক্লাব কাছে। তবে গতিময় ফুটবলে শুরু ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যেতে পারতো বিলবাও। ম্যাচের ৯ মিনিটে দানি গার্সিয়ার শট কর্নারের বিনিময়ে ফেরান থিবো কোর্তোয়া।
প্রথম ১৫ মিনিটে একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত রিয়াল এরপর একটু একটু করে মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। বল দখলে এগিয়ে থেকে প্রথমার্ধের গোলের উদ্দেশ্যে মোট ৩িটি শট নেয় রিয়াল, যদিও যার মধ্যে মাত্র একটিই লক্ষ্যে ছিল। প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই আর তেমন গোছাল আক্রমণ করতে না পারায় গোল শূন্যেই মাঠ ছাড়ে দুই দল।
বিবর্ণ রিয়ালকে দ্বিতীয়ার্ধে আরও চেপে ধরে অ্যাথলেটিক। ম্যাচের ৪৭ মিনিটে আবার বিলবাওয়ের আক্রমণ। এবার কোনোমতে এক হাত দিয়ে পাঞ্চ করে বিপদমুক্ত করেন রিয়াল গোলরক্ষক। এরপর একের পর এক আক্রমণ চালাতেই থাকে লাল -সাদা জার্সিধারীরা। তবে ত্রাণকর্তা হিসেবে রিয়ালকে বাঁচিয়ে যাচ্ছিলেন কোর্তোয়া। কিন্তু ৮৯ মিনিটে কোর্তোয়ার দেয়াল ভেদ করেন রেমিরো।
মিকেল ভেসগার পাস ধরে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসকে কাটিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন বিরতির পর বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড। কোর্তোয়া ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
এই হারে ট্রেবল জয়ের আশা আগেভাগেই শেষ হয়ে গেল লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়ালের। এছাড়া আরেক কোয়ার্টার-ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিতে উঠলো রিয়াল বেতিস।