খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪

টেস্ট ও টি-২০ তে সিরিজ হারলো প্রোটিয়ারা

নোমান আলী , ইয়াসির শাহ’র বোলিং নৈপূন্যে ম্যাচটা জিতে নেয় পাকিস্থান। টেস্ট অভিষেক হওয়া ৩৪ বছরের নোমান দুই ইনিংসে ৭ উইকেট নেন।

0

১৪ বছর। মাস, দিন, ঘন্টা , সেকেন্ডের হিসেবে যা দীর্ঘ সময়। বলছি সাউথ আফ্রিকা দলের পাকিস্থান ট্যুরের কথা। সবশেষ ২০০৭ এ পাকিস্থান সফরে গিয়েছিল প্রোটিয়ারা। সেবার ২ টেস্ট আর ৫ ওয়ানডে খেলেছিলো , জিতেছিলো ১-০ আর ৩-২ ব্যবধানে। ১৪ বছর পর আবারো প্রায় এক মাসের সফরে এসেছিলো ২ টেস্ট আর ৩ টি২০ খেলতে। খেলেছে তবে সামর্থ্যের ছিটেফোটাও দেখাতে পারেনি। টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে টি২০ তে ২-১ সিরিজ হারে ডি-কক – হেনরিচের দল।

করাচিতে ১ম টেস্টে ফিরেছিলো ফাওয়াদ আলম। ২০০৯ সালে শ্রীলংকার সাথে অভিষেক হওয়া ফাওয়াদ ১১ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই ১ম ইনিংসে হাঁকান শতক। নোমান আলী , ইয়াসির শাহ’র বোলিং নৈপূন্যে ম্যাচটা জিতে নেয় পাকিস্থান। টেস্ট অভিষেক হওয়া ৩৪ বছরের নোমান দুই ইনিংসে ৭ উইকেট নেন। করাচিতে স্পিন ঘূর্নিতে কাবু হওয়া প্রোটিয়ারা রাওয়াল পিন্ডি টেস্টে এক হাসান আলীর কাছেই হারেন। তাকে সঙ্গ দেন আরেক পেসার শাহীন আফ্রিদি। রিজুয়ান তুলেন নিজের প্রথম টেস্ট টন। মারকারাম-ভাবুমাদের হাত থেকে ছোঁ মেরেই ম্যাচটা জিতে নেন পাক বোলাররা। ২-০ তে সিরিজ হারে প্রোটিয়ারা।

 

ধারাবাহিকতা কি, কেমন এবং কিভাবে করতে হয় তার অনন্য দৃষ্টান্ত পাক ব্যাটসম্যান রিজুয়ান। ২য় টেস্টে ১১৫ তে অপরাজিত থাকা রিজুয়ান লাহোরে ১ম টি২০ তে ১০৪। ২০ ওভারের খেলায় ১ম শতক। এতেই শেষ না, বাকি দুটোতে একটি ফিফটি সহ ৪২ রানের ইনিংস। দুর্দান্ত, অসাধারণ রিজুয়ান। ১৭০ রানের টার্গেটটা পার করতে পারেনি সাউথ আফ্রিকা। পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ রানে ম্যাচ জিতে নেয় বাবর আজমের দল। ২য় টি২০ তে জয় সাউথ আফ্রিকার। প্রিটোরিয়াসের শিকার ৫ উইকেট। ১ম ৬ ব্যাটসমেনের ৪ টায় নেন তিনি। ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটের স্বস্থির জয় পান সফরকারীরা। সিরিজে সমতায় ফিরেন।

 

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করার ৩য় ম্যাচে প্রোটিয়াদের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো হাইলাইটস চলছে। ৬৫ রানেই নেই ৭ ব্যাটসম্যান। ৪৫ বলে ৫ চার ও ৭ ছয়ে ৮৫ রানের মিলার ঝড়ে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় প্রোটিয়ারা। টার্গেট তাড়া করতে নেমে শুরুটাও ভালো করেন রিজুয়ান-হায়দার। রিজুয়ানের ৪২, বাবর আজমের ৪৪ এ অনেকটাই এগিয়ে যায় পাকিস্থান। শেষে হাসান আলী-নাওয়াজ দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে ২-১ এ সিরিজ জিতে নেয়। ১৪ বছর পরের এই ফেরাটা সাউথ আফ্রিকার অবশ্যই মনে থাকার কথা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy