চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা
ইতোমধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।তবে শঙ্কা দেখা দিয়েছ ভারতের পাকিস্তান সফর নিয়ে।এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত পাকিস্তানের যাবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার।২০২৫সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট।
পাকিস্তানের খেলতে ভারতের বড্ড আপত্তি।দু দেশের শীতল সম্পর্ক যে সহজেই গলার নয়।যদিও ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল পাকিস্তান।তবে আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাবর-রিজওয়ানের পাকিস্তানের।টিম ইন্ডিয়া কোন ভেন্যুতে খেলবে তাও চূড়ান্ত করেছে পিসিবি।
শীতল সম্পর্ক ভারত পাকিস্তানের। তাই সব কিছু যে সহজ হবে তা কি করে হয়!
২০২২এশিয়া কাপে খেলতে পাকিস্তানি যায়নি ভারত। এবার হাইব্রিড মডেল এ শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ।ভারতের সবগুলো ম্যাচই হয়েছে শ্রীলঙ্কাতে।এতে বেশ ভোগান্তিই পোহাতে হয়েছিল অন্যদল গুলোর।
এবার প্রভাবশালী বিসিসিাআই এর চাপে এমন সিদ্ধান্ত নিতে পারে আইসিসিও।২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির।তবে পাকিস্তানকে দুটানাই রেখেছে ভারত। পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে ভারতের অনেক নেতার ঘোর আপত্তি রয়েছে।ভারতের গ্রুপ পর্বে ম্যাচের ভেন্যু লাহোর।ভারতের কড়া নিরাপত্তার কথা চিন্তা করে লাহোরে রাখা হয়েছে ভারতের ম্যাচ। তাতে তোড়াই কেয়ার ভারতের। রোহিত-কোহলিরা পাকিস্তানে খেলবে কি না সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিয়াই কর্মকর্তা বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা হয়নি। ভারতের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা কম। ভারতের পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সরকার।”
এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল এ গড়াতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে টিম ইন্ডিয়া। এ ব্যাপারে শ্রীলঙ্কায় আইসিসির পরবর্তী বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হবে।