দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের সব ম্যাচ। শেষ ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৪ রানে হারিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করলো ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে সাকিবের দুর্দান্ত অর্ধশতকে ১৪৯ থামে বরিশালের ইনিংস। জবাবে সাকিব-মুজিবের বোলিং তোপে ১৩৫ রানেই অলআউট হয়ে যায় বন্দরনগরীর দলটি।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে ফরচুন বরিশাল। ইনিংসের প্রথম ওভারেই সাজ ঘরে ওপেনার মুনিম শাহরিয়ার। অপরপ্রান্তে ঝড়ের আভাস দিয়েও ২৫ রানে থামেন ক্রিস গেইল।
এরপর ২৮ রান করে নাজমুল হোসেন শান্ত বিদায় নিলে তৃতীয় উইকেট জুটিতে তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দ্রুত ৫৫ রানের জুটি গড়েন অধিনায়ক সাকিব আল হাসান। ১৭ বলে ২২ রান করে হৃদয় ও ৩১ বলে ৫০ করে সাকিব সাজ ঘরে ফিরলে মৃত্যুঞ্জয়ের বোলিং তোপে তাসের ঘরের ভাঙতে থাকে বরিশালের ব্যাটিং লাইন-আপ।
মৃত্যুঞ্জয়ের ঝড়ে মূলত শেষের ১৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে অলআউট বরিশালের ইনিংস থামে ১৪৯ রানে। চট্টগ্রামের মাত্র ২ ওভার বল করে মৃত্যুঞ্জয় একাই শিকার করেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগের ম্যাচে দলের হয়ে একাই লড়াই করা উইল জ্যাকস এদিনে রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শামীম পাটোয়ারী ও আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৭০ রান।
দুইজনের ব্যাটে চট্টগ্রাম জয়ের স্বপ্ন দেখলেও ৩২ বলে ৩৯ করে সাকিব বলে বোল্ড হয়ে আফিফ ও ৩০ বলে ২৯ করা শামীমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বন্দরনগরীর দলটি। শেষদিকে মেহেদী মিরাজ একাই লড়াই করতে থাকলেও শেষ রক্ষা হয়নি তাদের। নির্ধারিত ওভারের ২ বল বাকি থাকতেই ১৩৫ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও মুজিবুর রহমান।