ভারতের সামনে মাত্র ১১২ রানের টার্গেট দিলো টাইগার যুবারা
যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে নেমে ব্যাটিং বিপর্যয়ে ভারতের সামনে ১১২ রানের ছোট লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ৩০ রান করেন মেহেরাব।
ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় ভারত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে শুরুতে বড় সড় ধাক্কা খায় টাইগার যুবারা। মাহফিজুল,ইফতেখার ও নাবিল আউট হয়ে যান দলীয় ১৪ রানেই।
আইচ মোল্লা ৪৮ বলে ১৭ রান করে করে বিদায় নিলেই দাঁড়ায় ৭ উইকেটে ৫৬ রান । এরপর আশিক-মেহরাব ৫২ রানের জুটি গড়েন।
৬ চারে ৪৮ বলে ৩০ রান করে মেহেরব আউট হলে তাদের সেই জুটি ভাঙ্গে। এরপর ২৯ বলে ১৬ রান করে আশিক ও ফিরলে শেষপর্যন্ত ৩৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের রবি কুমার নেন তিনটি উইকেট।