যুব বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের কোয়ার্টারেই বিদায়
কোয়ার্টার ফাইনালেই থেমে গেল বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের বিশ্বকাপ ধরে রাখার মিশন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে পরাজিত হয়ে বিদায় নিতে হলো টাইগার যুবাদের।
উইন্ডিজের অ্যন্টিগায় বাংলাদেশের দেয়া ১১১ রানের পুঁজিতে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে।
রাকিবুলদের স্কোরবোর্ডে ৫৬ রান তুলতে ৭ উইকেট হারিয়ে বসে । ভঙ্গুর অবস্থা মেহরব ও আশিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জা এড়ায় বাংলাদেশ। মেহরব ৪৮ বলে ৩০, আর আশিকুর ২৯ বলে করেন ১৬ রান। শেষ পর্যন্ত ১১১ রানেই থামতে হয় বাংলাদেশের যুবাদের। ভারতের হয়ে ৩ উইকেট নেন রাবি কুমার। ২ উইকেট শিকার করেন ভিকি ওস্তাল।
জবাবে বাংলাদেশ যুবাদের দেয়া ছোট লক্ষ্যে শুরুতে কিছুটা বিপদেই পড়েছিল ভারত। তবে সেখান থেকে খোলস ছেড়ে বেরিয়ে আসে শেখ রশিদ ও আঙ্কিশ রাঘুবংশী। দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি।
রাজবংশী ৬৫ বলে ৪৪ রান করে রিপনে বলে আউট হলেও ঠিকই জয়ের বন্দরে সহজেই নোঙ্গর ফেলে ভারত। এর ফলে ১১৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই সেমিফাইনালে পা রাখে ভারত।