তামিমের অসাধারন সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে সিলেট সানরাইজার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারাল মিনিস্টার ঢাকা। আগে ব্যাট করতে নেমে লিন্ডল সিমন্সের সেঞ্চুরিতে ১৭৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় মোসাদ্দেকের দল। জবাবে তামিমের শতকও মোহাম্মদ শেহজাদের অর্ধশতকে ৩ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাহমুদউল্লাহর দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে সিলেট সানরাইজার্সের হয়ে উড়ন্ত সূচনা করেন লিন্ডল সিমন্স ও এনামুল বিজয়। উদ্বোধনী জুটিতে দুইজনের ব্যাট থেকে আসে ৫০ রান। ১৮ রান করে বিজয় সাজঘরে ফিরলে এরপর ৬ রানে মোহাম্মদ মিঠুন ও রানের খাতা খোলার আগেই কলিন ইনগ্রাম বিদায় নিলে কিছুটা চাপে পড়ে মোসাদ্দেক হোসেনের দল।
দ্রুতই তিন উইকেট পতনের পর ইনিংসের হাল ধরেন সিমন্স। এক প্রান্ত আগলে রেখে একাই রানের ঝড় তোলেন ক্যারিবিয় এই তারকা। সাগরিকায় চার-ছক্কার বন্যায় তুলে নেন চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরি। ১১৬ রান করে সিমন্স বিদায় নিলে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সিলেটের ইনিংস থামে ১৭৫ রানে।
জবাবে বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদের ব্যাটিং ঝড়ে ৯ উইকেটের বড় জয় পায় মিনিস্টার ঢাকা। ১৪ চার ও ৫ ছয়ে ৬৪ বলে ১১১ রান করে আসরের প্রথম ও বিপিএলে নিজের দ্বিতীয় শতক তুলে নেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
শেষদিকে জয় থেকে মাত্র ৩ রান দূর থাকতেই মোহাম্মদ শেহজাদ ৫৩ রান করে সাজ ঘরে ফিরলে ১৭তম ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ৩ ওভার হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।