ইতিহাস গড়া থেকে এক ধাপ দূরে রাফায়েল নাদাল
পুরুষ টেনিসে গ্র্যান্ড স্ল্যাম জয়ে সর্বকালের সেরা হওয়ার পথে রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইটালির মাত্তেও বের্রেত্তিনিকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে হারিয়ে ২১তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন থেকে আর একধাপ দূরে স্প্যানিশ এই মহাতারকার।
২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরেছিলেন নাদাল। এরপর দীর্ঘ ১৩ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি অধরা থেকে যায় ২০ বার গ্র্যান্ড স্লাম জয়ী এই খেলোয়াড়ের। তাই এবার ফাইনাল জিতলে ১৩ বছরের অজি কোর্টে খরা তো কাটবেই একইসঙ্গে রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে পেছনে ফেলে হয়ে যাবেন টেনিসের সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ী।
শুক্রবার রড লেভার অ্যারেনায় প্রথম সেটে বের্রেত্তিনিকে সহজে হারান নাদাল, ৬-৩ ব্যবধানে। পরের সেটে ষষ্ঠ বাছাই আরও দাপটের সঙ্গে খেলে ৬-২ ব্যবধানে জিতে যান। তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ালোও শেষরক্ষা হয়নি বের্রেত্তিনি। চতুর্থ সেটে আবারও আধিপত্য বিস্তার করে ৬-৩ ব্যবধানে সেট জিতে নেন অভিজ্ঞ রাফায়েল নাদাল।
🇪🇸 VAMOS 🇪🇸#AO2022 final feels 🙌@RafaelNadal • #AusOpen pic.twitter.com/2m41VIWMvF
— #AusOpen (@AustralianOpen) January 28, 2022
আগামী রবিবার নাদাল ফাইনালে খেলবেন দানিল মেদভেদেভ ও স্তেফানোস সিসিপাসে মধ্যে জয়ী খেলোয়াড়ের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন এই দুই টেনিস তারকা।