বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে হারিয়ে আসরের প্রথম জয় পেল সিলেট সানরাইজার্স। তারকাসমৃদ্ধ দল ঢাকাকে ১০০ রানেই অলআউট করে ৭ উইকেটের বড় জয় পায় মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
মিরপুরে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মিনিস্টার ঢাকা। সিলেটের বোলাদের তোপে মাত্র ১৭ রানের মাঝেই ৩ উইকেট হারায় তারা। তামিম ইকবাল ৩, মোহাম্মদ শেহজাদ ৫ ও জহুরুল হক ৪ রান করেন।
চতুর্থ উইকেটে মোহাম্মদ নাইমের সাথে বড় জুটির গড়ার চেষ্টা চালাতে থাকেন মাহমুদুল্লাহ। কিন্তু ১৩তম ওভারে আবারও জোড়া আঘাত হানেন বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম। প্রথম বলে নাইম ও ও পঞ্চম ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটার আন্দ্রে রাসেলকে আউট করেন নাজমুল।
শেষ পযর্ন্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলে ৩৩, শুভাগত হোমের ১৬ বলে ২১ রানের উপর ভর করে ৮ বল বাকি থাকতে অলআউট হয়ে ১০০ রানেই গুটিয়ে যায় মিনিস্টার ঢাকা। এদিকে সিলেটের হয়ে একাই ৪টি উইকেট নেন নাজমুল হোসেন অপু। এছাড়া তাসকিন আহমেদ ৩টি উইকেট।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ মাস পর মাঠে ফেরা মাশরাফির বলে আউট হয়ে সাজ ঘরে ফিরেন লেন্ডল সিমন্স। দলীয় ২১ রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে মিঠুনকে ৩৮ রান যোগ করেন এনামুল বিজয়। ১৫ বলে ১৭ রান করে মিঠুন বিদায় নিলে কলিন ইনগ্রামকে সঙ্গে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন বিজয়।