ওয়ার্নার-মার্শ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
ঘরের মাঠে আসন্ন পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট প্রশাসন। দলে জায়গা হয়নি দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের। সিরিজে থাকছেন না হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারও।
এই সিরিজ দিয়েই নিজ মাঠে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়া। বছরের শেষে অস্ট্রেলিয়াতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
Our Aussie men’s squad to face Sri Lanka in the upcoming Dettol T20 International Series!
Andrew McDonald will act as Head Coach for the series while Justin Langer and a number of other core support staff take planned leave in preparation for the Pakistan tour 🇦🇺 pic.twitter.com/NJP2gdkyY7
— Cricket Australia (@CricketAus) January 25, 2022
বিশ্বকাপ জয়ী দল থেকে মার্শ-ওয়ার্নার ছাড়াও এই সিরিজে বাদ পড়েছেন স্পিনার মিচেল সোয়েপসন। তাদের জায়গায় ডাকা হয়েছে ট্র্যাভিস হেড ও বেন ম্যাকডারমটকে।
১১ ফেব্রুয়ারি সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। শেষ হবে মেলবোর্নে ২০ ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন এগার, প্যাট কামিন্স, জশ হেইজলউড, ট্র্যাভিস হেড, ময়জেস এনরিকেস, জশ ইংলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেইন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।