বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে ২৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারের তান্ডব ও শেষদিকে হাওয়েল-নাঈমের ক্যামিও ইনিংসে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে মুশফিকুর রহিমের দল।
মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট নেমে উড়ন্ত সূচনা করে মেহেদী মিরাজের দল। কেনার লুইস ও উইল জ্যাকের ব্যাটিং তান্ডবে ইনিংসে প্রথম ওভারেই ২৩ রান। তবে বিধ্বংসী হওয়ার আগেই রাব্বীর বলে ক্যাচ তুলে সাজ ঘরে ফিরেন উইল জ্যাক। এরপর দলীয় ৫২ রানে লুইস ও ৬৯ রানে আফিফ আউট হলে কিছুটা ছন্দপতন ঘটে চট্টগ্রামের।
চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ ও সাব্বির রহমান। হার্ডহিটার সাব্বির নিজেকে খুঁজে ফিরেছেন এ ম্যাচেও। একটি ছক্কার বিনিময়ে ৩৩ বলে করেন ৩২ রান। আর ২৩ বলে চারটি চারে মিরাজ করেন ৩০ রান। শেষদিকে বেনি হাওয়েলের ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
জবাবে বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৮ ও ২৭ রানে সাজঘরে ফিরে খুলনার দুই টপ অর্ডার ব্যাটার তানজিদ তামিম ও রনি তালুকদার।
এরপর দুর্ভাগ্যজনক ভাবে মাথায় আঘাত পেয়ে বিধ্বংসী ব্যাটার আন্দ্রে ফ্লেচারও মাঠ ছাড়েন শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স।
মেহেদীকে নিয়ে অধিনায়ক মুশফিক দলের হাল ধরার চেষ্টা করতে থাকলে অবিশ্বাস্য এক ক্যাচে মেহেদীকে সাজ ঘরে ফিরান কেনার লুইস। এরপর ফ্লেচারের কনকাশন-সাব হিসেবে মাঠে নামা সিকান্দার রাজা ১২ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে আউন হন রেজাউল রাজার বলে।
ম্যাচের বাকি সময় খুলনার হয়ে ইয়াসির একাই লড়াই করলেও শেষ ভরসা হয়নি তাদের। নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রানে থামে খুলনার ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে ইয়াসির আলি। অন্যদিকে চট্টগ্রামের হয়ে ২ টি করে উইকেট শিকার করেন শরিফুল, মিরাজ ও রাজা।
স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৯০/৭ (২০ ওভার) হাওয়েল ৩৩*, মিরাজ ৩০, লুইস ২৫, জ্যাকস ১৭, নাঈম ১৫; কামরুল ২/৩৫।
খুলনা টাইগার্স: ১৬৫/৯ (২০ ওভার) ইয়াসির ৪০, মেহেদী ৩০, রাজা ২২, মুশফিক ১১; রাজা ২/২০, শরিফুল ২/২৯, মিরাজ ২/৪২।