বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম দুই ম্যাচে টানা হারের পর অবশেষে জয়ের দেখা পেল মিনিস্টার গ্রুপ ঢাকা। আগে ব্যাট করতে নেমে গেইল-ব্রাভোর ব্যাটে ফরচুন বরিশালের সংগ্রহ মাত্র ১২৯ রান, জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ মূহুর্তে রাসেলের ব্যাটিং ঝড়ে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেল ঢাকা।
দিনের প্রথম ম্যাচে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২১ রানে থামে ফরচুন বরিশালের ওপেনিং জুটি। এর পরপরই ব্যাটিং ধস নামে তাদের। টানা তিন ওভারে তিনটি উইকেট হারিয়ে বরিশালের স্কোর দাঁড়ায় ২৩ রানে ৩ উইকেট। চতুর্থ উইকেটে জুটি গড়েন সাকিব আল হাসান ও ক্রিস গেইল। তাদের ৩৭ রানের জুটি ভাঙে সাকিব আউট হলে।
এরপর ক্রিস গেইলের ৩৬ ও ডোয়াইন ব্রাভো ৩৩ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রান।ঢাকার হয়ে ২টি করে উইকেট শিকার করেন ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল।
জবাবে ব্যাট করতে নেমে শফিকুল ইসলাম ও আলজারি জোসেফের পেস তোপে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকার টপ অর্ডার। এবারে আসরে প্রথম দুই ম্যাচে পরপর অর্ধশতক করা তামিম ইকবাল এদিনে রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরেন। এরপর মোহাম্মদ শেহজাদ ৫, নাঈম শেখ ৪ ও জহুরুল ০ করে বিদায় নিলে মাত্র ১০ রানে ৪ উইকেট হারায় ঢাকা।
এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচ সেরা ৪৭ ও শেষ দিকে রাসেলের ব্যাটিং ঝড়ে ২ ওভার ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মিনিস্টার গ্রুপ ঢাকা। বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন শফিকুল ইসলাম ও আলজারি জোসেফ।