নাটকীয় জয়ে সিরিজ সমতায় ইংল্যান্ড
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ৫ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে শেষ ওভারের নাটকীয় ম্যাচে ১ রানে জয় পেয়েছে ইংলিশরা। ইংল্যান্ডের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ওইন্ডিজরা ব্যাট করতে নেমে ১৭০ রান সংগ্রহ করে। এই জয়ে সিরিজে সমতা আনল মঈন আলীরা।
ব্রিজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ওইন্ডিজদের সামনে ইংল্যান্ড। ৩১ বলে ৪৫ রানের মারকাটারি ইনিংস খেলেন ওপেনার জেসন রয়।
West Indies needed 74 runs from 29 balls with just two wickets in hand.
They finished agonisingly short, but give these two a round of applause 👏 #WIvENG pic.twitter.com/i24CeOgKMa
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 24, 2022
আরেক ওপেনার টম ব্যান্টন ১৮ বলে ২৫, এছাড়া মঈন আলি ২৪ বলে ৩১ এবং ক্রিস জর্ডান ১৫ বলে খেলেন ২৭ রানের ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন ফ্যাবিয়েন অ্যালেন আর জেসন হোল্ডার।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে জয়ের পথ থেকে অনেকটায় ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৯৮ রানে নেই ৮ উইকেট।
সেখান থেকেই রোমারিও শেফার্ড আর আকিল হোসেনের অসাধারণ এক জুটি । মাত্র ২৯ বলে ৭২ রানের এক জুটি গড়ে জয়ের কাছাকাছি নিয়ে আসেন।
২৮ বলে এক চার আর ৫ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন রোমারিও। আকিল হোসেন ১৬ বলেই করেন ৪৪, যে ইনিংসে ৩টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান ক্যারিবীয় এই ব্যাটার। কিন্তু তাদের এই জুটি কোন কাজে আসল না।
ইংল্যান্ডের হয়ে মঈন তিনটি ও রশিদ দুইটি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন মঈন।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড :
টস: ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ড ১৭১/৮ (২০ ওভার)
রয় ৪৫, মঈন ৩১, জর্ডান ২৭, ব্যান্টন ২৫;
হোল্ডার ২/২৫, অ্যালেন ২/৫০।
ওয়েস্ট ইন্ডিজ ১৭০/৮ (২০ ওভার)
অকিল ৪৪*, শেফার্ড ৪৪*, পুরান ২৪, ব্রাভো ২৩;
মঈন ৩/২৪, রশিদ ২/২৪।
ফলাফল : ইংল্যান্ড ১ রানে জয়ী।