কমনওয়েলথের বাছাইপর্বে হ্যাট্রিক জয় টাইগ্রেসদের
কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা তিন জয় নিয়ে বার্মিংহামের মূল পর্বে যেতে আরও একধাপ এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে টসে জিতে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে স্কটিশ দুই ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। দলটির সর্বোচ্চ স্কোরার ৩২ বলে ২৯ রান করেন। তাকে সাজঘরের পথ দেখান সানজিদা আকতার। আরেক ব্যাটার ক্যাটি মেগগিলকে শিকার করেন নাহিদা আক্তার। শেষ পর্যন্ত ৭৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। দলের হয়ে দুটি করে উইকেট শিকার করেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানজিদা আক্তার।
ছোট লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতে টাইগ্রেস ওপেনার শামিমাকে হারালেও মুর্শিদা খাতুন ও ফারজানা হক দুই জনে ৭৮ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৫৫ বলে ৫০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন মুর্শিদা খাতুন। ফারজানা ৩৬ বলে ২০ রান। ইনিংসে তার একটি চারের মার ছিল। ম্যাচসেরার পুরস্কারটি জেতেন মুর্শিদা খাতুন।
এ জয়ের ফলে বার্হিংহামে মূল পর্বে যেতে তাদের সামনে এখন বাঁধা শ্রীলঙ্কা। তিন ম্যাচের সবকটিকে জিতে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট নিয়ে তারাও এই দৌড়ে খুব ভালোভাবে টিকে আছে। সোমবার দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই বার্মিংহামের টিকেট নিশ্চিত করবে।