খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

অভিজ্ঞ ঢাকার বিপক্ষে নাসুম-মিরাজদের দাপুটে জয়

0

বিপিএলের অষ্টম আসরের তারকাবহুল ও অভিজ্ঞতায় ভরপুর দল ঢাকাকে ৩০ রানে হারিয়ে আসরের প্রথম জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করতে নেমে জ্যাকস-সাব্বির-হাওয়েলের ঝড়ে নির্ধারিত ওভার শেষে ১৬১ তুলে চট্টগ্রাম। জবাবে তামিমের অর্ধশতকের পরও নাসুম-শরিফুলের বোলিং তোপে ১৩১ রানেই থামে ঢাকার ইনিংস।

মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম শুরুতেই ওপেনার কেনার লুইসের উইকেট হারালেও উইল জ্যাকসের ঝড়ো ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে তারা। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে আফিফ-উইল দুইজনেই সাজ ঘরে ফিরলে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছু টা চাপে পড়ে বন্দর নগরীর দলটি।

চতুর্থ উইকেটে মিরাজ ও সাব্বিরের ৪৪ রানের জুটি। শেষ দিকে বেনি হাওয়েলের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৬১ রান। অপরদিকে গত ম্যাচে সবচেয়ে খরুচে বোলার রুবেল হোসেন এ ম্যাচ ঢাকার হয়ে নেন তিনটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ধীরস্থির করলেও দলীয় ৪২ রানে ভাঙে ঢাকার উদ্বোধনী জুটি। মুকিদুলের বলে ক্যাচ তুলে মাত্র ৯ রানে মোহাম্মদ শেহজাদ বিদায় নিলেও গত ম্যাচের মত এ ম্যাচেও ব্যাট হাতে মিনিস্টার গ্রুপ ঢাকাকে দুর্দান্ত সূচনা এনে দেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান। সেই সঙ্গে ব্যক্তিগত অর্ধশতকও তুলে নেন এই ড্যাশিং ওপেনার। ফলে বিপিএলের অষ্টম আসরে টানা দুই ফিফটির দেখা পেলেন তিনি।

তবে অর্ধশতক পূর্ণ করে ইনিংস আর বেশি লম্বা করতে পারেনি তামিম। ৪৫ বলে ব্যক্তিগত ৫২ রানে সাজঘরে ফিরে এ ব্যাটার। তামিমের বিদায়ের পর নাসুম ও শরিফুলের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে ঢাকা। রাসেল,মাহমুদউল্লাহ ব্যাট হাতে এ দিনে জ্বলে উঠতে না পারায় ১ বল বাকি থাকতেই অলআউট হয়ে মাঠ ছাড়ে মিনিস্টার গ্রুপ ঢাকা।

চট্টগ্রামের হয়ে ৪টি ও ৩টি উইকেট শিকার করেন যথাক্রমে শফিকুল ও নাসুম।

স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬১/৮ (২০ ওভার) জ্যাকস ৪১, হাওয়েল ৩৭, সাব্বির ২৯, মিরাজ ২৫; রুবেল ৩/২৬।

মিনিস্টার গ্রুপ ঢাকা: ১৩১/১০ (১৯.১) তামিম ৫২, উদানা ১৬, শুভাগত ১৩, রাসেল ১২, রিয়াদ ১০; নাসুম ৩/৯, শরিফুল ৪/৩৪।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy