আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের যুবারা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা। টুর্নামেন্টের সেমিতে জায়গা করে নেয়ার লড়াইয়ে বাংলাদেশের লড়তে হবে ভারতের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ১৪৮ রানের পুঁজি গড়ে সংযুক্ত আরব আমিরাত। ব্যাট হাতে দাপুটে ৪৩ রানের ইনিংস খেলেন পুনিয়া মেহরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস আসে ধ্রুব পরাশরের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে তিন উইকেট শিকার করেন রিপন মন্ডল। দুটি করে উইকেট নেন আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব।
বৃষ্টিবিঘ্নিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রানের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাফিজুল ইসলামের দুর্দান্ত ফিফটিতে ম্যাচের ২৫ তম ওভারেই জয় তুলে নেন লাল সবুজের প্রতিনিধিরা।
এক উইকেট হারিয়ে ১১০ রান তোলে রাকিবুল বাহিনী। জয়ের বন্দরে নোঙ্গর করে ৬১ বল ও ৯ উইকেট হাতে রেখেই।
২৯ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।