আইপিএলে সর্বোচ্চ ভিত্তি মূল্যে সাকিব-মুস্তাফিজ
২ এপ্রিল থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তারা আগে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএলের নিলাম। এবারের নিলামে ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তি মূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। যেখানে জায়গা হয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের।
১০ দলের এই নিলামের জন্য রেজিষ্ট্রেশন করেছেন ১২১৪ জন ক্রিকেটার। তার মধ্যে ৩১৮ জন বিদেশি ক্রিকেটার।সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ভারতীয় এবং ৩২ জন বিদেশী ক্রিকেটার আছেন। এই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
সাকিব-মুস্তাফিজের সাথে সর্বোচ্চ ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, মুজিব উর রহমান, কুইন্টন ডি কক, স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, ফাফ ডু প্লেসিস, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো, জেসন রয়, মিচেল মার্শ, এভিন লুইস, ক্রিস জর্ডান, অ্যাস্টন অ্যাগার, নাথান কোল্টার নাইল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, মার্চেন্ট ডি ল্যাঙ্গে, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, ও ওডেইন স্মিথ।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ২ কোটির ভিত্তিমূল্যে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা ভুবনেশ্বর কুমার, ইশান্ত কিষাণ, ক্রুনাল পান্ডিয়া ও উমেশ যাদবের নাম আছে।