ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল প্রোটিয়ারা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত প্রথম টেস্ট জয় দিয়ে শুরু করলেও এরপরের গল্পটা শুধুই ব্যার্থতার। টানা দুই টেস্টে হেরে এবার ওয়ানডে সিরিজেও হারলো রাহুল-শামিরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো।
পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে রিশাভ পান্থের ৮৫ রানের ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে ২৮৭ রানের সংগ্রহ পায় ভারত। এছাড়া অধিনায়ক কেএল রাহুল ৫৫ ও শার্দুল ঠাকুর অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি ৫৭ রানে ২ উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর দাপট দেখাতে থাকেন দক্ষিণ আফ্রিকান দুই ওপেনার। ১৩২ রানের উদ্বোধনী জুটি এনে দেন জানেমান পিটারসন ও কুইন্টন ডি কক। ৬৬ বলে ৭৮ রান করে ডি কক বিদায় নিলে ভাঙে ওপেনিং পার্টনারশিপ।
দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন বাভুমা ও মালান। এই জুটি ভাঙেন জাসপ্রীত বুমরাহ। ১০৮ বলে ৯১ রান করেন মালান। মালান ফেরার পরের ওভারেই আউট হন বাভুমা। প্রোটিয়া অধিনায়ক বাভুমা চাহালের বলে মাঠ ছাড়ার আগে করেন ৩৬ বলে ৩৫ রান।
শেষে প্রোটিয়াদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেন। ১১ বল হাতে রেখেই জয় লক্ষ্যে পৌঁছে যায় তারা। মার্করাম ৩৭ রান ও র্যাসি ৩৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩১ রানে জয়লাভ করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।