ফের অস্ট্রেলিয়ার ভিসা বাতিল জোকোভিচের
আরও একবার নোভাক জোকোভিচের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়ান সরকার। এমণ অবস্থায় সার্বিয়ান এই তারকার অস্ট্রেলিয়া ওপেন খেলা নিয়ে সংশয় রয়েছে তো বটেই, সাথে আগামী তিন বছরের জন্য অস্ট্রেলিয়া প্রবেশের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।
করোনাভাইরাসের ভ্যাকসিন না নেওয়ায় শুক্রবার (১৪ জানুয়ারি) জনস্বার্থে স্বাস্থ্যগত ভিত্তিতে জোকোভিচের ভিসা বাতিল করেছেন অজি অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স বলেন, ‘আজ আমি আমার ক্ষমতা প্রয়োগ করেছি। স্বাস্থ্য এবং ভালো শৃঙ্খলার ভিত্তিতে নোভাক জোকোভিচের ভিসা বাতিল করা হলো। এর সঙ্গে জনস্বার্থও ছিল।’
হকের নেতৃত্বে যে তদন্ত হয়েছে তাতে দেখা গিয়েছে, গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় ঢোকার সময় জোকোভিচ ভুয়ো তথ্য দিয়েছিলেন। সেখানে উল্লেখ ছিল না যে, অস্ট্রেলিয়ায় আসার ১৪ দিন আগে তিনি সার্বিয়া এবং স্পেনে গিয়েছিলেন।
এই সিদ্ধান্তের ফলে, জোকোভিচকে ফেরত পাঠানো হলে আগামী তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার দুয়ার তার জন্য বন্ধ হয়ে যেতে পারে তার। তবে সেটি নাও হতে পারে। আপাতত অস্ট্রেলিয়ায় থাকার জন্য আরেকটি আইনি চ্যালেঞ্জ করতে পারবেন তিনি।
সোমবার শুরু হতে চলা বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে ৯ বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন মোট ২০ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ। সেখানে খেলা নিয়েই যত নাটকের শুরু।