২০০৮ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন নোভাক জোকোভিচ, তখন লার্নার টিয়েন ছিলেন দুই বছরের ছোট্ট শিশু। সেই টিয়েনই গতকাল রাতে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন জোকোভিচের।
খেলায় অবশ্য কিংবদন্তি জোকোভিচের সঙ্গে লড়াইয়ে বেশিক্ষণ টিকলেননা টিয়েন।
দ্বিগুণ বয়সী জোকোভিচের কাছে হেরে গেছেন ৩-০ সেটে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও বাকি দুই সেটে অসহায় আত্মসমর্পণ করেছেন টিয়েন।
২৫তম গ্র্যান্ড স্লামের খোঁজে থাকা ৩৮ বছর বয়সী জোকোভিচ ম্যাচের শুরু থেকেই ছিলেন আগ্রাসী। প্রথম সেটে ৬-১ গেমে উড়িয়ে দেন ১৯ বছর বয়সী টিয়েনকে।
পরের সেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন টিয়েন। লড়াই জমিয়ে তুলে ম্যাচ টেনে নেন টাইব্রেকারে।
কিন্তু দ্বিগুণ বয়সী জোকোভিচের অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেননি এই মার্কিন তরুণ। ৭-৬ (৭-৩) গেমে হেরে পিছিয়ে পড়েন ২-০ সেটে।